Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে গেলে কি করবেন

 



মোবাইল ফোন এখন সবার প্রয়োজনের মাঝে সীমাবদ্ধ নেই বরং প্রয়োজনের সীমা ছেড়ে এটি এখন মানুষের ফ্যাশন পর্যন্ত গড়িয়েছে। 

আর, এই পছন্দের মোবাইল ফোনটি যদি অল্প চালানোতেই চার্জ শূন্য হয়ে পড়ে তবে সেটি হবে বিরক্তিকর। 

আর, এই বিরক্তিকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখানে বেশ কয়েকটি উপায় বর্ননা করা হল যা প্রয়োগ করে অধিক সময় মোবাইলে চার্জ ধরে রাখা সম্ভব। 

১:মোবাইলে যত সম্ভব কম অ্যাপস ব্যবহার করা :

মোবাইলে যত সম্ভব কম অ্যাপস ব্যবহার করতে হবে। যত বেশী অ্যাপস ব্যবহার করা হবে মোবাইল এর উপর তত বেশী চাপ বৃদ্ধি পায় বলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তাই, অপ্রয়োজনীয় অ্যাপস গুলো ডিলিট করে দিতে হবে। 

 ২)ডিসপ্লের আলো যতটা সম্ভব কমিয়ে রাখুন, যতটুকু আলো হলে আপনি মোবাইল এর কাজ করতে পারবেন, ঠিক ততোটুকু আলো রেখে বাকিটা কমিয়ে রাখুন। 

৩)অকারনে মোবাইল এর ব্লুটুথ অন করে রাখবেন না। প্রয়োজন শেষ হলে ব্লুটুথ অফ করে রাখুন, এতে করে যেমন চার্জ বাঁচবে তেমনি ভাইরাস আসার ভয়ও থাকবেনা। 

৪)কীপ্যাড এর শব্দ এবং ভাইব্রেশন, প্রয়োজন ছাড়া ব্যবহার না করাই ভালো ।


৫)পাওয়ার সেভার টাইমআউট এ সর্বনিম্ন ভ্যালু ব্যবহার করুন।
৬) কোন অ্যাপ্লিকেশন এর কাজ শেষ হলে সেটা বন্ধ করে রাখুন। 

৭) গেম খেলতে কম বেশি সকলেরই বেশ ভাল লাগে কিন্তু এতে করে ব্যাটারির আয়ু কমে যায়। তাই এদিকে লক্ষ্য রাখা উচিত ।
৮)সপ্তাহে অন্তত একদিন, ব্যাটারি পুরা খালি করে চার্জ দিন। এটা করে ব্যাটারির স্থায়িত্ব বাড়বে।
৯) ফোনে অতিরিক্ত কথা না বলাই ভালো, মনে রাখবেন মোবাইল চার্জ না থাকার আর এক কারন হতে পারে।
 ১০) মোবাইল ফোন নেটওয়ার্ক না পায় তাহলে মোবাইল টি বন্ধ করে আবার চালু করে দেখুন তাও যদি না পায় তবে মোবাইল টি বন্ধ রাখুন কারণ নেটওয়ার্ক সার্চ এর জন্য প্রচুর চার্জ ব্যবহ্রত হয়
১১) অহেতুক কারনে মোবাইল টেপাটিপি করা বর্জন করুন। 




Post a Comment

0 Comments